ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কর্ণফুলীতে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২১, মে ৯, ২০২৫
কর্ণফুলীতে যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা গ্রেপ্তার ...

চট্টগ্রাম: কর্ণফুলী উপজেলায় যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (৮ মে) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন, উপজেলার চরপাথরঘাটা ২ নম্বর ওয়ার্ড আজিপুর রহমানের বাড়ির আব্দুল নবীর ছেলে আরমান হোসাইন (৩০), জুলধা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইয়াছিনের ছেলে নুর উদ্দিন কাজল (২৮) এবং পশ্চিম সেন্নার বাড়ি এলাকার মনির আহম্মেদের ছেলে নূর মোহাম্মদ নাঈম (৩৬)।

পুলিশ জানায়, গ্রেপ্তারআরমান যুবলীগের সংগঠক, কাজল নিষিদ্ধ ছাত্রলীগের কর্ণফুলী এজে চৌধুরী কলেজের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং নাঈম জেলা ছাত্রলীগের সাবেক মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ জানান, আসামিদের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগ রয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ৯, ২০২৫
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।