চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানা এলাকায় গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (৯ মে) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) জনসংযোগ বিভাগ।
গ্রেপ্তারদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মামলার ২১ জন, ডাকাতির প্রস্তুতির অভিযোগে একজন, চাঁদাবাজির মামলায় তিনজন, পেশাদার চোর একজন এবং সিএমপি অধ্যাদেশ ৮৮ ধারায় ২ জন আসামি রয়েছে।
চান্দগাঁও থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, মে ৯, ২০২৫
বিই/পিডি/টিসি