চট্টগ্রাম: এক কোটি মানুষের দীর্ঘদিনের দাবি কর্ণফুলী নদীতে কালুরঘাট সড়ক কাম রেল সেতুর কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
বুধবার (১৪ মে) চট্টগ্রাম সার্কিট হাউস থেকে ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা।
দীর্ঘদিনের প্রাণের দাবি কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপনের জন্য বোয়ালখালীসহ দক্ষিণ চট্টগ্রামবাসী উৎফুল্ল। ভিত্তিপ্রস্তর স্থাপনের পর দিন বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৯টায় কালুরঘাট সেতুর পশ্চিম প্রান্ত থেকে বোয়ালখালীর সর্বস্তরের নাগরিক সমাজ ও বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের যৌথ উদ্যোগে একটি আনন্দ মিছিল বের করা হবে।
মিছিলটি সেতুর পশ্চিম প্রাপ্ত থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।
আনন্দ মিছিলে যোগ দেওয়ার জন্য বোয়ালখালীর সর্বস্তরের নাগরিক সমাজের পক্ষে সৈয়দ জাকির হোসাইন, সাংবাদিক মনজুর মোরশেদ ও বোয়ালখালী কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদের পক্ষে আহ্বায়ক আবদুল মোমিন, যুগ্ম আহ্বায়ক মুস্তফা নঈম বোয়ালখালীর সর্বসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছেন।
প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস কর্তৃক কালুরঘাট সেতু নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপনে শুকরিয়া আদায় ও সেতুর নির্মাণকাজ সুন্দর ও সুচারুরূপে যাতে দ্রুত সম্পন্ন হয় সে জন্য শুক্রবার (১৬ মে) বোয়ালখালীর সব মসজিদে জুমার নামাজের পর দোয়া ও বিশেষ মোনাজাত করার জন্য খতিব সাহেবদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
একই ভাবে বোয়ালখালীর অপরাপর ধর্মালম্বীদের প্রতিও বিশেষ অনুরোধ রইলো তারা যেন সেতু নির্মাণকাজ সুসম্পন্ন হওয়ার বিষয়টি প্রার্থনায় রাখেন।
বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, মে ১২, ২০২৫
এআর/পিডি/টিসি