ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘মানবসেবার ব্রত নিয়ে নার্সদের কাজ করতে হবে'

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২২, মে ১২, ২০২৫
‘মানবসেবার ব্রত নিয়ে নার্সদের কাজ করতে হবে' ...

চট্টগ্রাম:  নগরে বর্ণাঢ্য আয়োজনে আন্তজার্তিক নার্সেস দিবস পালিত হয়েছে।

সোমবার (১২ মে) বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, চট্টগ্রাম জেলা ইউনিটের সহযোগিতায় এবং জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক পরিবেশনা ও নাটিকার আয়োজন করা হয়।

জেলা রেড ক্রিসেন্টের মাঠ প্রাঙ্গণে দিনব্যাপী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদ প্রশাসক এবং রেড ক্রিসেন্ট সোসাইটির চট্টগ্রাম জেলা ইউনিটের চেয়ারম্যান মুহাম্মদ আনোয়ার পাশা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি আবদুল আউয়াল চৌধুরী।

 

এতে আরও উপস্থিত ছিলেন জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম ইউসুফ, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী, আছিফ চৌধুরী, ড. মুহাম্মদ কামাল উদ্দিন, মো. রায়হানুল আনোয়ার রাহী, জাহাঙ্গীর আলম বাবর, সুলতানুল আরেফিন, সোসাইটির উপ পরিচালক ও ইউনিট লেভেল অফিসার আলাউদ্দিন পাটোয়ারী, জেমিসন রেড ক্রিসেন্ট মাতৃসদন  হাসপাতালের চিফ মেডিক্যাল অফিসার ডা. নাজ সোহানী সুলতানা, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও জেলা রেড ক্রিসেন্টে সোসাইটির চেয়ারম্যানের একান্ত সহকারী রিয়াজুর রহমান চৌধুরীসহ চিকিৎসক, নার্সিং ইনস্টিটিউটের শিক্ষক ও শিক্ষার্থী, যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের যুব প্রধান কৃষ্ণ দাশ ও যুব সদস্যরা।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আনোয়ার পাশা বলেন, মানবসেবার ব্রত নিয়ে নার্সদের কর্মক্ষেত্রে কাজ করতে হবে। কারণ নার্সরা হাসপাতালের রোগীদের সেবা প্রদানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেমিসন রেড ক্রিসেন্ট নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ মর্জিনা আক্তার। পরে নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর নিয়তি মহাজনকে 'বেস্ট টিচার' সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, মে ১২, ২০২৫
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।