চট্টগ্রাম: পটিয়ায় চলন্ত ট্রেন থেকে পড়ে ওসমান গনি (২০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার রেল রুটের পটিয়া স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ওসমান সাতক্ষীরা জেলার আশারশনি উপজেলার নাইকাটি গ্রামের ফজর আলী গাইনের ছেলে। তিনি ওই এলাকার দরগাহপুর সিদ্দিকীয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থী ছিলেন।
তার সঙ্গে ট্রেনে থাকা মাদরাসা শিক্ষক নাজমুল হুদা জানান, তাদের বাড়ি সাতক্ষীরা জেলায়। শিক্ষকের স্ত্রীসহ মাদরাসার পাঁচ ছাত্র গত রোববার কক্সবাজার বেড়াতে যান। পাচঁদিন কক্সবাজার বেড়ানো শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে ট্রেনে করে চট্টগ্রামে যাওয়ার পথে চলন্ত ট্রেন থেকে পটিয়া রেল ষ্টেশনের অদূরে একটি ঝুপড়িতে পড়ে যায় ওসমান। এতে তার মাথা ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. ইমরোজ জাহান আনিকা জানান, মাথায় আঘাতপ্রাপ্ত অবস্থায় তাকে হাসপাতালে আনা হলে চেকআপের পর মৃত ঘোষণা করা হয়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মুহাম্মদ নাজমুন নুর জানান, চলন্ত ট্রেন থেকে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পরে আমরা ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানাই। তারা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিই/পিডি/টিসি