ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৭, জুন ৭, ২০২৫
আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি ছবি: বাংলানিউজ

চট্টগ্রাম: মুসলমানদের বৃহৎ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ধর্মপ্রাণ মুসলমানরা তাদের সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করছেন।

শনিবার (৭জুন) সকালে পাড়া-মহল্লায় ঈদের নামাজ শেষে নিজ নিজ পশু কোরবানি করছেন চট্টগ্রামের ধর্মপ্রাণ মুসলমানরা।

এদিন সকাল থেকে নগরের প্রতিটি অলিগলিতে পশু কোরবানির দৃশ্য চোখে পড়ে। কোথাও বাসার নিচের গ্যারেজে, কোথাও বাসার সামনের রাস্তায়, আবার কোথাও এলাকার ফাঁকা মাঠে পশু কোরবানি চলছে।

এছাড়া পশুর মাংস কাটতে কসাইরাও ব্যস্ত সময় পার করছেন। একটার পর একটা পশুর চামড়া ছাড়িয়ে মাংস প্রস্তুত করে দিচ্ছেন তারা। নিজেদের আনন্দ অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া হচ্ছে।

নগরের হামজারবাগ এলাকার বাসিন্দা আবু আহমেদ বাবুল বাংলানিউজকে বলেন, ‘সকাল সাড়ে ৮টায় ঈদের নামাজ আদায় করেছি। তারপর মসজিদ থেকে এসে গরু কোরবানি দিয়েছি। এখন বন্টনের প্রস্তুতি নিচ্ছি। বন্টন শেষে মাংস যে যার বাসায় নিয়ে যাবে। কোরবানি কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ আমাকে তাওফিক দান করেছেন, তাই আমি কোরবানি দিচ্ছি’।  

এদিকে কোরবানির জন্য পশু কিনলেও সবাই আজ কোরবানি করছেন না। কেউ কেউ ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনও পশু কোরবানি করবেন।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।