চট্টগ্রাম: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, জুলাই গণহত্যার দৃশ্যমান বিচার ও পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সদরঘাট থানার নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, যেনতেন উপায়ে কারও চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নিবে না।
সদরঘাট থানা জামায়াতের আমির মুহাম্মদ আব্দুল গফুরের সভাপতিত্বে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে বক্তব্য দেন থানা সেক্রেটারি সরওয়ার জাহান সিরাজী, সহকারী সেক্রেটারি ফজলে এলাহী শাহীন, জামায়াত নেতা কবির আহমদ, হারুন অর রশিদ দিদার, মুহাম্মদ ইব্রাহীম, ডা. কফিল উদ্দীন, আলী, জসিম উদ্দীন, বেলাল হোসাইন প্রমুখ।
বিই/টিসি