ঢাকা, রবিবার, ৩০ ভাদ্র ১৪৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ২১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শঙ্খ নদীতে ভেসে এলো যুবকের লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৭, সেপ্টেম্বর ১৪, ২০২৫
শঙ্খ নদীতে ভেসে এলো যুবকের লাশ ...

চট্টগ্রাম: চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তের দোহাজারী পশ্চিম কাটগড় অংশে শঙ্খনদীতে অর্ধগলিত একটি লাশ ভেসে এসেছে।  

রোববার (১৪ সেপ্টেম্বর সকালে শঙ্খনদীর পাড়ে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে।

জানা যায়, ভোরে শঙ্খ নদীতে চলাচলরত নৌকার মাঝিরা নদীর পাড়ে লাশ আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন।

পরে স্থানীয়রা দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর দেয়।  

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর। পরনে ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির একটি জার্সি ও বাদামী রঙের ফুল প্যান্ট। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ধারণা করা হচ্ছে, নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এসেছে।

বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।