চট্টগ্রাম: বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের প্রভাব যে হারে বাড়ছে, তা সমগ্র মানবজাতির জন্য গুরুতর হুমকি হিসেবে বিবেচিত। এই সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নের জন্য পরিবেশবান্ধব উদ্ভাবনী উদ্যোগকে উৎসাহিত করার লক্ষ্যে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্ট চিকিৎসা, শিক্ষা ও মানবতার সেবার বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রথমবারের মতো “SZHM Trust Climate Champion 2025” নামে একটি গবেষণাধর্মী প্রতিযোগিতার আয়োজন করেছে।
শনিবার (৫ জুলাই) সকাল ১০টায় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস ইউনিভার্সিটির অডিটোরিয়ামে (৫ম তলায়) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতায় বিজয়ী গবেষকদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ লুৎফুর রহমান।
বিই/টিসি