ঢাকা, রবিবার, ২২ আষাঢ় ১৪৩২, ০৬ জুলাই ২০২৫, ১০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

জটিল রোগে আক্রান্ত ৩৪৭ রোগী পেলেন পৌনে ২ কোটি টাকার অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৪, জুলাই ৫, ২০২৫
জটিল রোগে আক্রান্ত ৩৪৭ রোগী পেলেন পৌনে ২ কোটি টাকার অনুদান জটিল রোগে আক্রান্ত রোগীদের হাতে তুলে দেওয়া হচ্ছে অনুদানের টাকা

চট্টগ্রাম: সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যেগে ও চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের (সিআইএমসিএইচ) ব্যবস্থাপনায় ক্যান্সার, লিভার সিরোসিস, জন্মগত হৃদরোগ, স্ট্রোকে প্যারালাইজড, থ্যালাসেমিয়া, কিডনি রোগে আক্রান্ত ৩৪৭ জনের হাতে তুলে দেওয়া হয়েছে আর্থিক সহায়তা। এতে প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকা করে মোট ১ কোটি ৭৩ লাখ ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

শনিবার (৫ জুলাই) দুপুরে কলেজ অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে রোগীদের হাতে এ অনুদানের চেক তুলে দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মো. মহিউদ্দিন।

সিআইএমসিএইচ’র ইসি কমিটির চেয়ারম্যান ডা. ফজলুল হকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ইসি কমিটির সেক্রেটারি অধ্যাপক ডা. মো. মুসলিম উদ্দিন, ইসি কমিটির সদস্য ফয়সাল মোহাম্মদ ইউনুছ, অধ্যাপক মো. নুরুন্নবী, অধ্যাপক মো. সিরাজদ্দৌলা, মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. টিপু সুলতান, ডেন্টাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আকরাম পারভেজ চৌধুরী, হাসপাতালের পরিচালক ডা. বখতিয়ার আলম, সমাজসেবার বিভাগীয় পরিচালক কাজী নাজিমুল ইসলাম, উপ-পরিচালক ফরিদুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে সমাজকল্যাণ সচিব ড. মো. মহিউদ্দিন বলেন, নানা জটিল রোগে আক্রান্তদের পাশে থেকে দীর্ঘদিন ধরে আর্থিক অনুদান দিয়ে আসছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। সারা বাংলাদেশের মতো চট্টগ্রামেও এ অনুদান দেওয়া হয়েছে। সিআইএমসিএইচ’র সার্বিক ব্যবস্থাপনায় এখানে একসঙ্গে ৩৪৭ জনকে সহায়তা তুলে দিয়েছি। আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, চিকিৎসা ছাড়াও জনগণের আর্থসামাজিক উন্নয়নেও কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অনেক সুযোগ সুবিধা রয়েছে। এর মাধ্যমে সমাজের সব স্তরের মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করা হচ্ছে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।