চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আগামীকাল (রবিবার)। এই কার্যক্রম চলবে আগামী ১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন।
তিনি জানান, “আগামীকাল সকাল ৯টা থেকে আমরা মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করব এবং তিনদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রার্থীদের জন্য হল সংসদের মনোনয়ন ফি রাখা হয়েছে ২০০ টাকা এবং কেন্দ্রীয় সংসদের জন্য ৩০০ টাকা। মনোনয়নপত্র সংগ্রহের সময় প্রার্থীরা ডোপ টেস্টের কার্ড পাবেন। পরে চবি মেডিকেলে ৩৫০ টাকা ফি জমা দিয়ে নমুনা দিতে হবে।
নির্বাচন আয়োজন নিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচন নিয়ে আমরা আশাবাদী। কমিশনের সদস্যদের দলীয় পরিচয় থাকতে পারে, তবে শতভাগ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন পরিচালনা করা হবে। আপাতত কোনো ছাত্রসংগঠনের বাধার সম্মুখীন হচ্ছি না। ”
গত ২৮ আগস্ট ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। ২৫ সেপ্টেম্বর প্রকাশিত হবে চূড়ান্ত তালিকা। আর ভোটগ্রহণ হবে ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত।
এমএ/টিসি