ঢাকা, শনিবার, ২৯ ভাদ্র ১৪৩২, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

পটিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩৬, সেপ্টেম্বর ১৩, ২০২৫
পটিয়ায় বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত

চট্টগ্রাম: পটিয়ায় যাত্রীবাহী পূরবী পরিবহনের একটি বাস ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদের নামে পিকআপ চালক নিহত হয়েছেন।  

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার কমলমুন্সির হাটের ভাইয়ের দিঘি পাড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত আব্দুল কাদেরের বাড়ি নোয়াখালী জেলায় বলে জানিয়েছে পটিয়া হাইওয়ে থানার ডিউটি অফিসার।  

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, চট্টগ্রামমুখী পূরবী বাসটি ওভারটেকিং করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া বাংলানিউজকে বলেন, পূরবী পরিবহনের একটি বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। লাশ উদ্ধার করে পটিয়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।