ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মানবসেবাই হোক রাজনীতি: আসলাম চৌধুরী 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, জুলাই ১২, ২০২৫
মানবসেবাই হোক রাজনীতি: আসলাম চৌধুরী  ...

চট্টগ্রাম: একটি সূর্যস্নাত সকাল, একটি মানবিক আয়োজন, আর শত শত মানুষের মুখে প্রশান্তির হাসি। শনিবার (১২ জুলাই) সীতাকুণ্ডের এল কে সিদ্দিকী স্কয়ার পরিণত হয় মানবসেবার মিলনমেলায়।

অসহায়, নিম্নআয়ের রোগীরা ফিরে পেয়েছেন আশার আলো।  

বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পের এই অনন্য আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন আসলাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব ও আমার দেশের আবাসিক সম্পাদক জাহিদুল করিম কচি।

সকাল ১০টায় উদ্বোধনের মুহূর্তে চারপাশে ছিল মানুষের ভিড়। চিকিৎসা ক্যাম্পে অংশ নেন ৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক, যাঁরা চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালসহ মহানগরের বিশেষায়িত বিভিন্ন হাসপাতাল থেকে এসেছেন। মেডিসিন, নিউরোমেডিসিন, হৃদরোগ, নাক কান গলা, দাঁত, শিশু, ফিজিক্যাল মেডিসিন, চর্ম, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রোএন্ট্রোলজি, ইউরোলজি, নেফ্রোলজি, ডায়াবেটিস, কিডনি, সার্জারিসহ প্রায় সব ধরনের রোগের জন্য ক্যাম্পে ভিন্ন ভিন্ন কক্ষ তৈরি করা হয়।  

আয়োজকরা জানান, সেবা গ্রহণের জন্য রেজিস্ট্রেশন করেছেন ১৫শ জন রোগী, আর রেজিস্ট্রেশন ছাড়া আরও প্রায় ৫০০ রোগী চিকিৎসা নিতে এসেছেন, যা আয়োজকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। চলমান রয়েছে রেজিস্ট্রেশন কাজ।

সীতাকুণ্ডের পশ্চিম বাঁশবাড়িয়ার ৭০ বছরের ছালেহা বেগম বলেন, ডায়াবেটিস আর চোখের সমস্যা নিয়ে অনেকদিন কষ্ট পাচ্ছি। সরকারি হাসপাতালে জায়গা হয় না, বেসরকারিতে খরচ লাগে অনেক। আজ এখানে বিনা খরচে ডাক্তার দেখিয়ে চিকিৎসা পেলাম।

তার মতো অসংখ্য মানুষের চোখেমুখে দেখা গেছে স্বস্তির ছাপ। গরম, ভিড় সবকিছু সহ্য করেও সবাই অপেক্ষা করছেন। এই চিকিৎসা ক্যাম্পে দেখা গেছে সকল শ্রেণি ও বয়সের মানুষ। শিশুদের কোলে নিয়ে এসেছেন মা-বাবা, অসুস্থ বৃদ্ধদের ধরে নিয়ে এসেছেন ছেলেরা। কেউ এসেছেন চর্মরোগ নিয়ে, কেউ ডায়াবেটিস, কেউবা একটানা মাথাব্যথায় কষ্ট পাচ্ছেন।

সাধারণ মানুষ এই উদ্যোগকে দেখেছে কৃতজ্ঞতা আর ভালোবাসার চোখে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক, মানবিক ও সেবামূলক আয়োজন। চিকিৎসকদের মধ্যে ছিলেন অভিজ্ঞ ও স্বনামধন্য চিকিৎসক, যারা সম্মানের সঙ্গেই রোগীদের সেবা দিয়েছেন।

লায়ন আসলাম চৌধুরী বলেন, সাধারণ মানুষের সেবা করাই রাজনীতির আসল উদ্দেশ্য হওয়া উচিত। এই আয়োজন সফল মানুষের ভালোবাসায়। আমরা চাই, এ ধরনের আয়োজন নিয়মিত হোক।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।