চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষার্থীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ৮ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
তারা হলেন- ইমরান হোসেন এমরান, মো. হাসান, মো. রাসেল প্রকাশ কালা রাসেল, মো. আলমগীর, নজরুল ইসলাম, মো. জাহেদ, মো. আরমান ও দিদারুল আলম। তারা হাটহাজারীর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দা।
চট্টগ্রাম জেলা আদালতের পরিদর্শক হাবিবুর রহমান জানান, গ্রেপ্তার ৮ আসামিকে থানা থেকে আদালতে পাঠানো হয়। তাদের জামিন আবেদন করা হলে উভয়পক্ষের শুনানি শেষে আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
গত ৩০ আগস্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন একটি ভবনের ভাড়াটিয়া এক ছাত্রীর সঙ্গে ভবনের নিরাপত্তারক্ষীর তর্কের জেরে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্ররা। রাতে শুরু হওয়া ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষ পরদিন ৩১ আগস্ট সারাদিন থেমে থেমে চলতে থাকে। এসময় শিক্ষার্থী, প্রক্টরিয়াল বডির সদস্য, উপ-উপাচার্যসহ কয়েকশ আহত হন।
১ সেপ্টেম্বর ক্যাম্পাস ও আশপাশে ১৪৪ ধারা জারি করে হাটহাজারী উপজেলা প্রশাসন। ঘটনার দুইদিন পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার আবদুর রহিম বাদী হয়ে স্থানীয় যুবলীগ কর্মী মো. হানিফকে প্রধান আসামি করে ৯৫ জনের নামে মামলা করেন।
এমআই/টিসি