চট্টগ্রাম: ধুতাঙ্গসাধক ড. এফ দীপংকর মহাথের ধুতাঙ্গ ভান্তেকে পরিকল্পিত হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। পাশাপাশি একবছরেও এই হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন না হওয়ায় হতাশা প্রকাশ করেন তারা।
রবিবার (১৩ জুলাই) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে বৌদ্ধদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
বক্তারা বলেন, ধুতাঙ্গসাধক ও বান্দরবান আর্যগুহা ধুতাঙ্গ বিমুক্তি বিহারের অধ্যক্ষ ড. এফ দীপংকর মহাথের ছিলেন একজন গুণী ও প্রাজ্ঞ-পণ্ডিত ভিক্ষু।
তাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বৌদ্ধ ধর্মাবলম্বীরা।
বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উদ্যোগে প্রতিবাদ সমাবেশে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি প্রিয়ানন্দ মহাস্থবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংঘরাজ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি প্রিয়রত্ন মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহামন্ডলের সহ-সভাপতি মৈত্রীপ্রিয় মহাস্থবির, ধর্মবংশ মহাস্থবির, সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন মহাসচিব এস লোকজিৎ মহাস্থবির, বাংলাদেশ বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রুবেল বড়ুয়া, সংঘরাজ ভিক্ষু মহাসভার দপ্তর সম্পাদক রত্নানন্দ স্থবির, শীলজ্যোতি মহাস্থবির, দীপঙ্কর মহাস্থবির, প্রকৌশলী শিফু বড়ুয়া, ফরাঙ্গীরখীল সেবক কমিটির প্রধান উপদেষ্টা শিক্ষক দুলাল কান্তি বড়ুয়া, বুদ্ধশ্রী স্থবির, শাক্যনিধি ভিক্ষু, জয়জ্যোতি ভিক্ষু, তিষ্যানন্দ ভিক্ষু, বোধিসম্ভার ভিক্ষু, শিক্ষক বিশু কুমার বড়ুয়া, ধনঞ্জয় বড়ুয়া রুবেল, বান্দরবান সেবক সংঘের প্রধান ভুটান বড়ুয়া, কবি সোমা মুৎসুদ্দী, বিন্দু বড়ুয়া, আবদুল্লাহপুর সেবক কমিটির সহ-সভাপতি অংশু বড়ুয়া, নিহার কান্তি বড়ুয়া প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ফরাঙ্গীরখীল গৌতমমুনি বিহার সেবক কমিটির অর্থ সম্পাদক জৈষ্ঠ্য বড়ুয়া।
বিক্ষোভ সমাবেশ শেষে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে শত শত বৌদ্ধ ভিক্ষু এবং ড. এফ দীপংকর মহাথের ধুতাঙ্গ ভান্তের সেবক-সেবিকারা প্রতিবাদ মিছিল নিয়ে নন্দনকানন বৌদ্ধ বিহারের সামনে গিয়ে শেষ হয়।
পিডি/টিসি