ঢাকা, সোমবার, ৩০ আষাঢ় ১৪৩২, ১৪ জুলাই ২০২৫, ১৮ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৮, জুলাই ১৪, ২০২৫
লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল একজনের ...

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবদুল আজিজ (৪৭) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  

রোববার (১৩ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

 

আবদুল আজিজ উপজেলার আমিরাবাদ ইউনিয়নের দরজিপাড়া এলাকার মৃত মো. হাসানের ছেলে। রোববার বিকেলে বিদ্যুৎস্পৃষ্ট হন এই দিনমজুর।

 

স্থানীয়রা জানান, বাড়ির পার্শ্ববর্তী রাউজন্যা পাড়া এলাকার একটি ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আবদুল আজিজ। তাকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।  

আবদুল আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. নুরুন্নবী।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।