ঢাকা, বুধবার, ১ শ্রাবণ ১৪৩২, ১৬ জুলাই ২০২৫, ২০ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাংবাদিক ফারুক মুনিরের বাবা আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩২, জুলাই ১৬, ২০২৫
সাংবাদিক ফারুক মুনিরের বাবা আর নেই ...

চট্টগ্রাম: কালের কণ্ঠের চট্টগ্রাম ব্যুরোর নিজস্ব প্রতিবেদক ফারুক মুনিরের বাবা আলহাজ মনির আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।  

বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় বুধবার (১৬ জুলাই) ভোর সাড়ে ৪টায় ইন্তেকাল করেন তিনি।

মৃত্যুকালে বয়স হয়েছিল ৭০ বছর।

তিনি তিন ছেলে এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

কর্মজীবনে বাংলাদেশ জুট করপোরেশনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। বাদে আসর ফেনীর সোনাগাজী উপজেলার নতুন বাজার জামে মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

সাংবাদিক ফারুক মুনিরের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্যসচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, সাধারণ সম্পাদক সালেহ নোমান, কালের কণ্ঠের ব্যুরো চিফ মুস্তফা নঈমসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।