চট্টগ্রাম: সারাদেশে ঘোষিত জুলাই পদযাত্রা’র অংশ হিসেবে রোববার (২০ জুলাই) বিকেলে চট্টগ্রাম নগরীতে পদযাত্রা করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বিকেল সাড়ে তিনটায় বহদ্দারহাট থেকে পদযাত্রা শুরু হয়ে মুরাদপুর ও দুই নম্বর গেট হয়ে শেষ হবে বিপ্লব উদ্যানে।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রামের তত্ত্বাবধায়ক জোবাইরুল হাসান আরিফ বাংলানিউজকে বলেন, বিকেলে বহদ্দারহাটে সমবেত হবেন নেতা-কর্মীরা।
সমাবেশে উপস্থিত থাকার কথা রয়েছে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনীম জারাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের।
এর আগে শনিবার (১৯ জুলাই) কক্সবাজার, চকরিয়া ও বান্দরবানে পদযাত্রা কর্মসূচি পালন করে এনসিপি। এনসিপির চট্টগ্রাম মিডিয়া উইংয়ের প্রতিনিধি আরফাত আহমেদ রনি বাংলানিউজকে বলেন, রোববার সকালে কেন্দ্রীয় নেতারা মোটেল সৈকতে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন। এরপর সকাল ১১টার দিকে রাঙামাটির উদ্দেশ্যে রওনা হন তারা। রাঙামাটিতে কর্মসূচি শেষে বিকেলে ফিরে সন্ধ্যায় চট্টগ্রামের সমাবেশে যোগ দেবেন তারা।
বিই/টিসি