ঢাকা, বুধবার, ৮ শ্রাবণ ১৪৩২, ২৩ জুলাই ২০২৫, ২৭ মহররম ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ফটিকছড়ির সুইপার কলোনিতে মিলল যুবকের লাশ

  স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫৬, জুলাই ২২, ২০২৫
ফটিকছড়ির সুইপার কলোনিতে মিলল যুবকের লাশ প্রকীকী ফটো

চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরিফের সুইপার কলোনির একটি টয়লেট থেকে মো. আরমান (২৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে লাশটি উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ।

নিহত আরমান কুমিল্লার লাকসাম উপজেলার মো. কামালের ছেলে এবং মাইজভান্ডার এলাকায় স্ত্রী নিয়ে ভাড়া বাসায় থাকতেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বাংলানিউজকে বলেন, সুইপার কলোনির একটি টয়লেট থেকে লাশ উদ্ধার করেছি।

তার গলায় আঘাতের একটি দাগ রয়েছে। তার সঙ্গে কাজ করা সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।  

প্রাথমিক তদন্ত শেষে মামলার প্রস্তুতি নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।  

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।