ঢাকা, শনিবার, ২২ ভাদ্র ১৪৩২, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ১৩ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

শপিং ব্যাগে মিলল অস্ত্র-গুলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩১, সেপ্টেম্বর ৬, ২০২৫
শপিং ব্যাগে মিলল অস্ত্র-গুলি ...

চট্টগ্রাম: ঝোপের মধ্যে পড়ে থাকা শপিং ব্যাগে পাওয়া গেছে অস্ত্র ও গুলি।  

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে নগরের সদরঘাট এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে র‍্যাব-৭।

 

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাটের আইস ফ্যাক্টরি রোডের বায়েজিদ নার্সারির পাশের একটি ঝোপ থেকে শপিং ব্যাগটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। এটি খুলে একটি একনলা বন্দুক এবং দুটি কার্তুজ পাওয়া যায়।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফফর হোসেন জানান, উদ্ধার হওয়া অস্ত্র-গুলি সদরঘাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।