চট্টগ্রাম: মীরসরাইয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কায় জামাল উদ্দিন নামে এক চালক নিহত হয়েছেন।
বুধবার (২৩ জুলাই) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপুর এলাকায় চলমান সিএনজি ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল উদ্দিনের বাড়ি ফটিকছড়ির ভুজপুর থানার বাগানবাজার ইউনিয়নের সিকদারখীল গ্রামে। তার বাবার নাম মৃত আইয়ুব আলী।
পুলিশ জানায়, মহাসড়কের ঢাকামুখী লেনে মালবাহী একটি ট্রাকের পেছনে সিমেন্টবাহী ট্রাকের ধাক্কা লাগে। এ সময় সিমেন্টবাহী ট্রাকের চালক মো. জামাল উদ্দিন নিহত হন। একই এলাকায় মাইক্রোবাসের পেছনে মালবাহী ট্রাকের ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলেও কেউ গুরুতর আহত হয়নি।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন বাংলানিউজকে জানান, ঘটনাস্থল থেকে আহত চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ট্রাক দুটি থানায় নিয়ে আসা হয়েছে। দুর্ঘটনার কারণে সড়কে কিছুক্ষণ যানজট সৃষ্টি হয়।
এমআর/টিসি