চট্টগ্রাম: ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্টান জামেয়াঅদুদিয়া সুন্্িনয়া মাদরাসাকে কামিল (স্নাতকোত্তর) শ্রেনির পাঠদানের জন্য অনুমোদন দিয়েছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও মাদরাসা পরিদর্শক (অতিরিক্ত দায়িত্ব) মো. আইউব হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মাদরাসার অধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দীনএ অনুমোদনের জন্য ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসিসহ সংশ্লিষ্ট সবাইকে কৃত্জ্ঞতা জানিয়েছেন ।
এদিকে জামেয়া অদুদিয়া সুন্্িনয়া মাদ্রাসা কামিল (স্নাতকোত্তর) অনুমোদন লাভ করায় অভিনন্দন জানিয়েছেন হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থা ও প্রেস ক্লাবের পক্ষে খোরশেদ আলম শিমুল, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবিী পরিষদ ও চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (সিএমইউজে)’র সিনিয়র সদস্য এম নাজমুল ইসলামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
১৯৬৫ সালে প্রতিষ্টা লাভ করা হাটহাজারী সদরের জামেয়া অদুদিয়া সুন্্িনয়া মাদরাসায় এতদিন এবতেদায়ী শ্রেণি হতে ফাজিল (স্নাতক) শ্রেনি পর্যন্ত পড়ানো হতো। চলতি সেশন থেকে কামিল (স্নাতকোত্তর) শ্রেনির ভর্তি কাযক্রম শুরু হবে বলে জানিয়েছেন মাদ্রাসার অধ্যক্ষ। ইতোমধ্যে, এ মাদরাসায় কামিল (স্নাতকোত্তর) শ্রেণির ছাত্রদের জন্য ছাত্রাবাসে ফ্রি থাকা-খাওয়ার ঘোষণা দিয়েছে মাদ্রাসা কর্তৃপক্ষ।
পিডি/টিসি