ঢাকা, রবিবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৭ জুলাই ২০২৫, ০১ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মোটরসাইকেল আরোহীকে দুর্বৃত্তের গুলি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৭, জুলাই ২৭, ২০২৫
মোটরসাইকেল আরোহীকে দুর্বৃত্তের গুলি ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে দুর্বৃত্তের ছোড়া গুলিতে পূজা উদ্‌যাপন পরিষদের এক নেতা আহত হয়েছেন।  

শনিবার (২৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ঢাকা-চট্টগ্রাম পুরোনো মহাসড়কে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ অনির্বাণ চৌধুরী (৫০) উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক। তার বাড়ি জোরারগঞ্জ ইউনিয়নের হাজীশ্বরাই গ্রামে।

অনির্বাণ চৌধুরীর ভাই সঞ্জয় চৌধুরী জানান, তার ভাই মস্তাননগর বাজারে আড্ডা দিয়ে অমল পাল নামের এক প্রতিবেশীর সঙ্গে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। এ সময় পেছন থেকে আরেকটি মোটরসাইকেলে দুই দুর্বৃত্ত এসে গুলি করে পালিয়ে যায়। দুটি গুলি অনির্বাণের শরীরে বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।  

মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. ফাহিম ফেরদৌস বলেন, ওই ব্যক্তির পিঠে ও কোমরে দুটি গুলি লেগেছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কারা তাকে গুলি করেছে, সেটি তদন্ত করা হচ্ছে।  

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।