ঢাকা, সোমবার, ১২ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৩, জুলাই ২৭, ২০২৫
সাউদার্ন ইউনিভার্সিটিতে নবীনবরণ  ...

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ এর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উদ্যোগে ফল সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ সম্প্রতি বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

এ সময় শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও বিভাগের নিয়মকানুন, একাডেমিক কাঠামো, এবং আচরণবিধি সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

এই সেশনটি পরিচালনা করেন প্রভাষক আবির মাহমুদ। অনুষ্ঠানে বিভাগীয় প্রধান  ফারহানা হোসেন, অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ সহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

অধ্যাপক প্রকৌশলী আশুতোষ নাথ তাঁর অনুপ্রেরণামূলক বক্তব্যে শিক্ষার্থীদের অধ্যবসায়, শৃঙ্খলা এবং লক্ষ্যনিষ্ঠ থাকার পরামর্শ দেন।  

সমাপনী বক্তব্যে বিভাগীয় প্রধান ফারহানা হোসেন নতুন শিক্ষার্থীদের স্বাগত জানান এবং সততা, নিষ্ঠা ও উদ্ভাবনী চিন্তাধারাকে প্রকৌশল শিক্ষার মূল স্তম্ভ হিসেবে তুলে ধরেন।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।