ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ডুবলো চট্টগ্রাম, দুর্ভোগে মানুষ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২০, জুলাই ২৮, ২০২৫
ডুবলো চট্টগ্রাম, দুর্ভোগে মানুষ ছবি: সোহেল সরওয়ার

চট্টগ্রাম: বর্ষা মৌসুমে প্রথম ভয়াবহ জলাবদ্ধতা দেখলো চট্টগ্রামের মানুষ। কোমর পানিতে তলিয়ে গেছে নগরের নিচু এলাকা।

যেখানে সড়কগুলো পরিণত হয়েছে নদীতে।

জলাবদ্ধতার কারণে স্কুলগামী শিশু-কিশোর, অফিসমুখী কর্মজীবী মানুষ, জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া যাত্রী-পথচারী থেকে খেটে খাওয়া লোকজন সীমাহীন দুর্ভোগে পড়েন।

সোমবার (২৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় পতেঙ্গা আবহাওয়া অফিস ২৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করেছে। একই সময়ে টাইগারপাসের আমবাগানে বৃষ্টি রেকর্ড হয়েছে ১০২ দশমিক ২ মিলিমিটার।  

বাংলানিউজকে এসব তথ্য জানান পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা মাহমুদুল আলম। তিনি জানান, সকাল ৯টা ২২ মিনিট থেকে কর্ণফুলী নদীর জোয়ার শুরু হয়েছে। রাত ৯টা ৫২ মিনিটে আবার জোয়ার শুরু হবে।

ডুবেছে তিন পোল, দামপাড়া, জিইসি, মুরাদপুর, কাতালগঞ্জ, পাঁচলাইশ, মোহরা, চান্দগাঁও, আগ্রাবাদসহ বিভিন্ন এলাকা।

কাতালগঞ্জের বাসিন্দা আলমগীর চৌধুরী বলেন, চলতি বর্ষা মৌসুমে প্রথম ভয়াবহ জলাবদ্ধতা হলো চট্টগ্রামে। মূলত নদীতে জোয়ারের সময় অতিভারী বৃষ্টি হলে পানি নামতে পারে না। তখন জলাবদ্ধতা দেখা দেয়। কয়েকদিন ধরে অমাবস্যা-পূর্ণিমার জো এর কারণে নগরের নিচু এলাকা প্লাবিত হচ্ছিল। বিশেষ করে মোহরা চান্দগাঁও এলাকা।

এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।