ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৪, জুলাই ২৮, ২০২৫
ছাত্রকে যৌন নিপীড়ন,  শিক্ষক গ্রেপ্তার ...

চট্টগ্রাম: ছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
 
ওই শিক্ষকের নাম ওমর ফারুক (৩২)।

ভুক্তভোগী (১৩) মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষার্থী।

রোববার (২৭ জুলাই) রাতে নগরের বন্দর থানা পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার শিক্ষক ওমর ফারুক একাধিকবার ওই ছাত্রের ওপর যৌন নিপীড়ন চালায় এবং ২৪ জুলাই নিপীড়নের ঘটনায় রোববার তার বাবা থানায় মামলা করেন।  

মামলার তদন্ত কর্মকর্তা বন্দর থানার উপপরিদর্শক ফরিদ আহমেদ বলেন, মামলার পর ওই মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার শিকার ছাত্রের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।  মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে প্রমাণ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।