ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মহিউদ্দিন হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার আসামি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, জুলাই ২৮, ২০২৫
মহিউদ্দিন হত্যা, অস্ত্রসহ গ্রেপ্তার আসামি ...

চট্টগ্রাম: নগরের বাকলিয়া থানা এলাকার কল্পলোক আবাসিকের গাফফার কলোনির সামনে মাদক ব্যবসায় বিরোধের জের ধরে মো. মহিউদ্দিন (৩৭) হত্যা মামলার এক আসামিকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৭ জুলাই) রাতে রাহাত্তারপুল খালপাড় এলাকায় সিএমপির ডিবি উত্তর-দক্ষিণ বিভাগের একটি দল অভিযান চালিয়ে মো. সুমন (১৯) নামের ওই যুবককে গ্রেপ্তার করে।

সুমন কুমিল্লার মুরাদনগরের মো. জামালের ছেলে। দীর্ঘদিন ধরে দৌলতখানের কলোনিতে ভাড়া থেকে বাকলিয়ার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েছিল সে।

তার কাছ থেকে একটি আমেরিকান পিস্তল এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত আরেক আসামি মো. আসিফ (২৬) এসময় পালিয়ে যায় বলে জানান অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই ফজলে রাব্বি কায়সার।  

গত ২৫ জুলাই বিকেল ৫টার দিকে স্থানীয় বাসিন্দারা কল্পলোক আবাসিকের গাফফার কলোনির সামনে মহিউদ্দিনের লাশ দেখতে পান। মাথা ও শরীরের বিভিন্ন স্থানে গুলির চিহ্ন ছিল। নিহত মহিউদ্দিন আনোয়ারার বরুমছড়া ইউনিয়নের মিছির বাপের বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বাকলিয়ার কালামিয়া বাজার মসজিদ গলিতে স্ত্রী ও পরিবার নিয়ে বসবাস করতেন। ২৬ জুলাই নিহতের ভাই বাকলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ডিবি পুলিশের দাবি অনুযায়ী, সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে-তাদের মধ্যে পুরনো শত্রুতা ছিল। মাদক বিক্রিতে নিয়ন্ত্রণাধীন এলাকা নিয়ে বিরোধ বাড়ছিল। মহিউদ্দিন আগে মাদক ব্যবসা ছেড়ে দিলেও এলাকায় প্রভাব ছিল। এ কারণে আসিফ ও সুমন পরিকল্পনা অনুযায়ী ঘটনার দিন মহিউদ্দিনকে একা পেয়ে গুলি করে। এরপর লাশ টেনে নিয়ে যায় খালের পূর্ব পাশে আবু সওদাগর কলোনির পেছনে। সেখানে ইটের স্তুপের নিচে লাশ চাপা দিয়ে তারা গা ঢাকা দেয়।

উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মো. হাবিবুর রহমান জানান, সুমনের কাছ থেকে উদ্ধার হওয়া অস্ত্রটি KF 7.65 মডেলের। এটি স্থানীয় বাজারে পাওয়া যায় না, আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্রের মাধ্যমে দেশে প্রবেশ করতে পারে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।