ঢাকা, সোমবার, ১৩ শ্রাবণ ১৪৩২, ২৮ জুলাই ২০২৫, ০২ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

৬০ বছর বয়সে জীবনসঙ্গী পেলেন শিবির নাছির

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫২, জুলাই ২৮, ২০২৫
৬০ বছর বয়সে জীবনসঙ্গী পেলেন শিবির নাছির ...

চট্টগ্রাম: ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে ছিলেন কারাগারে। ২০২৪ সালের ১১ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর হিসেব কষে দেখলেন বয়স গেছে ৬০ এর ঘরে।

তিনি নাছির উদ্দিন চৌধুরী প্রকাশ শিবির নাছির।

২৬ বছর কারাগারে কাটিয়ে অবশেষে বিয়ে করলেন হাটহাজারীর মন্দাকিনী এলাকার এলাহী বক্সের ছেলে নাছির।

এবার ইচ্ছে পুরোদমে সংসারী হওয়ার। গত ২৪ জুলাই হাটহাজারীর ছিপাতলী গ্রামের কুলসুমা বেগমের সাথে আবদ্ধ হন বিয়েবন্ধনে। সামাজিক যোগাযোগমাধ্যমে শিবির নাছিরের বিয়ের বিষয়ে ব্যাপক আলোচনা চলছে। সবাই জানাচ্ছেন অভিনন্দন।

তার বড় বোন লিলি আক্তার জানান, বিয়েতে ১৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। মেয়েপক্ষ থেকে কোনো যৌতুক নেওয়া হয়নি।  

জানা যায়, নাছির ৩৬টি মামলার মধ্যে খালাস পান ৩১টি মামলায়। দুটিতে সাজা হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায়। বর্তমানে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা বিচারাধীন আছে। এর মধ্যে দুটি মামলায় আগে থেকে জামিনে ছিলেন। শেষ মামলায় গত বছরের ১১ আগস্ট জামিন হওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

সবার দোয়া চেয়ে নাছির বলেন, এখন ব্যবসা করবো। সংসার করবো, সুন্দর জীবনযাপন করতে চাই। বিবাহিত জীবন যেন সুখের হয়, সেজন্য সবাই দোয়া করবেন।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।