চট্টগ্রাম: ১৯৯৮ সালের ৯ এপ্রিল থেকে ছিলেন কারাগারে। ২০২৪ সালের ১১ আগস্ট চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তির পর হিসেব কষে দেখলেন বয়স গেছে ৬০ এর ঘরে।
২৬ বছর কারাগারে কাটিয়ে অবশেষে বিয়ে করলেন হাটহাজারীর মন্দাকিনী এলাকার এলাহী বক্সের ছেলে নাছির।
তার বড় বোন লিলি আক্তার জানান, বিয়েতে ১৫ লাখ টাকা দেনমোহর নির্ধারণ করা হয়। মেয়েপক্ষ থেকে কোনো যৌতুক নেওয়া হয়নি।
জানা যায়, নাছির ৩৬টি মামলার মধ্যে খালাস পান ৩১টি মামলায়। দুটিতে সাজা হলেও আগে কারাভোগে শেষ হয়ে যায়। বর্তমানে ফটিকছড়ির তিনটি হত্যা মামলা বিচারাধীন আছে। এর মধ্যে দুটি মামলায় আগে থেকে জামিনে ছিলেন। শেষ মামলায় গত বছরের ১১ আগস্ট জামিন হওয়ার পর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।
সবার দোয়া চেয়ে নাছির বলেন, এখন ব্যবসা করবো। সংসার করবো, সুন্দর জীবনযাপন করতে চাই। বিবাহিত জীবন যেন সুখের হয়, সেজন্য সবাই দোয়া করবেন।
এমআই/টিসি