ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩২, ২৯ জুলাই ২০২৫, ০৩ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

হত্যার মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০১, জুলাই ২৯, ২০২৫
হত্যার মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চট্টগ্রাম মহানগর নেতা মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।  

সোমবার (২৮ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সুমনের বিরুদ্ধে নগর ও চট্টগ্রাম জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র, মারামারি সহ ৩১টি মামলা রয়েছে। গত ২০ নভেম্বর বিকেলে নগরের লালদীঘি এলাকা থেকে মো.সুমনকে গ্রেপ্তার করেছিলেন নগরের কোতোয়ালী থানা পুলিশ।

হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বাংলানিউজকে বলেন, হাটহাজারী থানার মো.আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো.সুমনকে আটক করা হয়েছিল। সেই হত্যা মামলায় গতকাল (রোববার) মো.সুমন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। মো.সুমনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায় ডবলমুরিং থানায় হস্তান্তর করা হবে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।