চট্টগ্রাম: নগরের ডবলমুরিং থানার হত্যা মামলার আসামি মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের চট্টগ্রাম মহানগর নেতা মো. সুমনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) দুপুরে হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মো.তারেক আজিজ বাংলানিউজকে বলেন, হাটহাজারী থানার মো.আরিফ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো.সুমনকে আটক করা হয়েছিল। সেই হত্যা মামলায় গতকাল (রোববার) মো.সুমন হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়েছিলেন। মো.সুমনের বিরুদ্ধে নগরের ডবলমুরিং থানায় হত্যা মামলা রয়েছে। সেই মামলায় ডবলমুরিং থানায় হস্তান্তর করা হবে।
এমআই/টিসি