ঢাকা, সোমবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৪ আগস্ট ২০২৫, ০৯ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

বিদ্যালয়ের শিক্ষাই জীবনের প্রতিটি ধাপে সহায়ক হবে: মেয়র শাহাদাত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:০৯, আগস্ট ৩, ২০২৫
বিদ্যালয়ের শিক্ষাই জীবনের প্রতিটি ধাপে সহায়ক হবে: মেয়র শাহাদাত ...

চট্টগ্রাম: চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, বিদ্যালয় শুধু পুঁথিগত শিক্ষা দেয় না, বরং শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, বন্ধুত্ব এবং ভ্রাতৃত্ববোধ গঠনের পাঠ শেখায়। এই শিক্ষাই ভবিষ্যতে জীবনের প্রতিটি ধাপে সহায়ক হবে।

তোমাদের মধ্যে সততা ও দেশপ্রেম জাগ্রত থাকলে তোমরাই গড়বে দুর্নীতিমুক্ত ও প্রযুক্তি-সমৃদ্ধ বাংলাদেশ।

রোববার (৩ আগস্ট) নগরের নাসিরাবাদ বিদ্যালয় প্রাঙ্গণে অংকুর সোসাইটি বালিকা উচ্চ বিদ্যালয়ে এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।

মেয়র বলেন, আজকের রেজাল্ট শুধু সংখ্যা নয়, এটি তোমাদের কঠোর পরিশ্রম, আত্মবিশ্বাস এবং শিক্ষকদের অবদানকে প্রতিফলিত করে। এই ফলাফল যেন শুধু সনদে সীমাবদ্ধ না থেকে নৈতিক শিক্ষা ও নেতৃত্বদানে অনুপ্রেরণা হয়ে ওঠে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শহিদুল আলমের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কাজী সুলতানা ইয়াসমীন। বক্তব্য দেন শিক্ষক প্রতিনিধি বিলকিস আক্তার ও অভিভাবক প্রতিনিধি রাশেদ কালাম। সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক স্বেতা চৌধুরী ও ফারহানা আক্তার।  

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।