ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সুশৃঙ্খল শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে: সরোয়ার আলমগীর

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৩, আগস্ট ৩, ২০২৫
সুশৃঙ্খল শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে: সরোয়ার আলমগীর ...

চট্টগ্রাম: চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন, সুশৃঙ্খল শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়বে। এখনই সময় নিজেকে গড়ে তোলার, সঠিক পথে চলার ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার।

তোমরা ভালো কাজ করবে, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেবে এবং মা-বাবা, শিক্ষকসহ সবার প্রতি শ্রদ্ধাশীল থাকবে। দেশের ভবিষ্যৎ শিক্ষার্থীদের হাতে।
তাই শিক্ষার প্রতি মনোযোগী হতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল নাগরিক হয়ে ওঠার প্রস্তুতি নিতে হবে।  

রোববার (৩ আগস্ট) দুপুরে নাজিরহাট পৌরসভার দৌলতপুর আব্দুল বারী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির অডহক কমিটির সভাপতি ফরিদুল আলমের সভাপতিত্বে ও শিক্ষক মো. রাশেদের সঞ্চালনায় উদ্বোধক ছিলেন নাজিরহাট আদর্শ ব্যবসায়ী সমিতির সভাপতি নাছির উদ্দীন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন, উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন আজম তালুকদার, শিক্ষক সমিতি চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক মাস্টার মো. আলমগীর, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খোরশেদুল আলম, শিক্ষক আব্দুল মোনায়েম, রাখাল চন্দ্র নাথ, বাবু খোকন দাস, জিয়াউল হাসনাত ফরহাদ, মোজাহরুল ইকবাল লাভলু, আবু বক্কর চৌধুরী মঈন ও মোনতাসির মামুন প্রমুখ।

এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।