ঢাকা, শনিবার, ২৫ শ্রাবণ ১৪৩২, ০৯ আগস্ট ২০২৫, ১৪ সফর ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সকালে অপহরণ, রাতে মুক্তি

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০১, আগস্ট ৯, ২০২৫
সকালে অপহরণ, রাতে মুক্তি ...

চট্টগ্রাম: পটিয়ায় পাহাড়ের বাগানে কাজ করতে গিয়ে তিনজন অপহৃত হয়েছেন। শুক্রবার (৮ আগস্ট) সকালে উপজেলার কেলিশহর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরবর্তীতে শুক্রবার দিবাগত রাতে প্রায় ২ লাখ ৭০ হাজার টাকা মুক্তিপণ পাওয়ার পর তাদের ছেড়ে দেয় অপহরণকারীরা।

ভুক্তভোগীরা হলেন- মো. নাছের (৪০), পলাশ শীল (৩৩) ও রাজু শীল (২৫)।

স্থানীয়রা জানান, সকালে বাগানের কাজে পাহাড়ে যান তারা। এ সময় সশস্ত্র কয়েকজন তাদের অপহরণ করে নিয়ে যায়। পরে পরিবারের সদস্যদের কাছে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করা হয়।

পলাশ ও রাজুর পরিবারের কাছ থেকে ১ লাখ ২০ হাজার টাকা এবং নাছেরের পরিবারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা বিকাশে আদায় করে সন্ত্রাসীরা। শুক্রবার রাত ১১টার দিকে তাদের ছেড়ে দেওয়া হয়।

পলাশ শীলের ভাই বিপ্লব শীল বলেন, ওদের মারধর করেছে। ফোনে হুমকি দিয়ে টাকা দাবি করেছে। বলেছে, টাকা না দিলে বাঁচবে না।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান  বলেন, ঘটনার কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।