চট্টগ্রাম: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ৭৭ শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে।
রোববার (৩১ আগস্ট) বিকেলে এ তথ্য জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক।
তিনি বাংলানিউজকে বলেন, সংঘর্ষে ঘটনায় চমেক হাসপাতালে রোববার ৭৭ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। বর্তমানে তারা সবাই সুস্থ আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
এর আগে দুপুরে বিশ্ববিদ্যালয়ের একটি বাসে করে প্রায় অর্ধশতাধিক আহত শিক্ষার্থীকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়।
এদিকে, শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। সোমবার রাত ১২টা পর্যন্ত তা বলবৎ থাকবে বলা জানানো হয়। ১৪৪ জারির পর বিশ্ববিদ্যালয় সহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
এমআর/পিডি/টিসি