ঢাকা, সোমবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

মোহরা কাজীর হাটের খাল থেকে লাশ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৭, আগস্ট ১৫, ২০২৫
মোহরা কাজীর হাটের খাল থেকে লাশ উদ্ধার

চট্টগ্রাম: নগরের চান্দগাঁও থানাধীন মোহরা কাজীর হাট এলাকার নালা থেকে একজনের লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।  

শুক্রবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে ভাসমান লাশটি দেখে উদ্ধার করেন তারা।

 

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, খালে লাশ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দিয়েছিল স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিস পৌঁছার আগেই স্থানীয় তরুণরা লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে।

 

সূত্র জানায়, লাশটি হারুনের। তার বাড়ি নোয়াখালী। পেশায় স্কেভেটার চালক। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার রাতে বৃষ্টিতে একটি স্কেভেটার উল্টে যায়। ওই সময় চাপা পড়েছিল হারুন। শুক্রবার বিকেলে লাশটি ভেসে ওঠে।  

এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নিচ্ছে।   

এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।