ঢাকা, মঙ্গলবার, ১১ ভাদ্র ১৪৩২, ২৬ আগস্ট ২০২৫, ০২ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

‘আনোয়ারার ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩৭, আগস্ট ২৫, ২০২৫
‘আনোয়ারার ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হবে’ ...

চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেছেন, আনোয়ারা উপজেলা সম্ভানাময় একটি উপজেলা। এ উপজেলার যে সব খেলার মাঠ রয়েছে তা সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হবে।

পাশাপাশি প্রান্তিক পর্যায় থেকে খেলোয়াড় তুলে আনার জন্য উদ্যোগ নেওয়া হবে। আমরা ক্রীড়া সংস্থার নতুন কমিটির মাধ্যমে আনোয়ারার ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজাতে চাই।
এতে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় ক্লাবগুলোও ভূমিকা রাখতে পারে।  

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্রীড়া একাডেমি, সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইমরান এমি, মহসিন পারভেজ, শাহেদুল আলম, আমিন ফারুক, আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক সুমন শাহ, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন, বরুমচড়া বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাহিদ হাসান হৃদয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের প্রতিনিধি, ক্রীড়া একাডেমির প্রতিনিধিরা।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।