চট্টগ্রাম: আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেছেন, আনোয়ারা উপজেলা সম্ভানাময় একটি উপজেলা। এ উপজেলার যে সব খেলার মাঠ রয়েছে তা সংস্কার করে ব্যবহারের উপযোগী করা হবে।
সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার বিভিন্ন ক্রীড়া একাডেমি, সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরণকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য ইমরান এমি, মহসিন পারভেজ, শাহেদুল আলম, আমিন ফারুক, আনোয়ারা উপজেলা ক্রিকেট একাডেমির সাধারণ সম্পাদক সুমন শাহ, গুয়াপঞ্চক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহসান উদ্দিন, বরুমচড়া বশিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর আলম, সাংবাদিক জাহিদ হাসান হৃদয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্কুলের প্রতিনিধি, ক্রীড়া একাডেমির প্রতিনিধিরা।
পিডি/টিসি