ঢাকা, শুক্রবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৯ আগস্ট ২০২৫, ০৫ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

কাঞ্চননগর ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে প্রশাসন

উপজেলা করেসপন্ডেন্ট, ফটিকছড়ি  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৩৭, আগস্ট ২৮, ২০২৫
কাঞ্চননগর ট্র্যাজেডিতে হতাহতদের পরিবারের পাশে প্রশাসন ...

চট্টগ্রাম: ফটিকছড়ির কাঞ্চননগরে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত কিশোর মাহিন এবং আহত রাহাত ও মানিকের পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) নিহত মাহিনের পরিবারসহ আহত দুইজনের পরিবারের সঙ্গে দেখা করেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম।

এসময় তিনি ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও খাদ্যশস্য তুলে দেন। একইসঙ্গে ভবিষ্যতেও তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা প্রশাসনের পক্ষ হতে প্রদত্ত এ সহায়তায় বিশেষ ভূমিকা রাখেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মো. রায়হান সুমন এবং কাঞ্চননগর ইউনিয়ন পরিষদ।

এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।