ঢাকা, বৃহস্পতিবার, ১৯ ভাদ্র ১৪৩২, ০৪ সেপ্টেম্বর ২০২৫, ১১ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

চন্দনাইশে টয়লেটে মিলল গৃহবধূর লাশ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৯, সেপ্টেম্বর ৩, ২০২৫
চন্দনাইশে টয়লেটে মিলল গৃহবধূর লাশ ...

চট্টগ্রাম: চন্দনাইশে একটি বাড়ির টয়লেট থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৩ সেপ্টেম্বর) ভোরে চন্দনাইশের বরকল ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মোছাম্মৎ আরফি (১৯)। তিনি সাতকানিয়ার খাগড়িয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের মোহাম্মদ জাহেদের কন্যা।

স্থানীয়রা জানান, সকালে দরজা না খোলায় ডাকাডাকি করেন প্রতিবেশীরা। পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে গৃহবধূর লাশ টয়লেটে দেখতে পান। মাত্র ৮ মাস আগে গোলাম শরীফের পুত্র রিজুয়ানের সঙ্গে তার বিয়ে হয়।

চন্দনাইশ থানার উপ পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বাংলানিউজকে জানান, একটি বাড়ির টয়লেট থেকে গৃহবধুর লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করছি, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে।

এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।