ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

চট্টগ্রাম প্রতিদিন

সিআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:২০, সেপ্টেম্বর ১৭, ২০২৫
সিআইইউতে আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা শুরু বৃহস্পতিবার

চট্টগ্রাম: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউ) আন্তঃবিশ্ববিদ্যালয় ডিজিটাল মার্কেটিং প্রতিযোগিতা ‘ডিজিট্যাক্ট ২০২৫’ বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।

সিআইইউ বিজনেস স্কুলের অন্তর্গত ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাব এর আয়োজনে এ প্রতিযোগিতা চলবে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত।

ডিজিট্যাক্ট ২০২৫-এ চট্টগ্রামের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীরা আধুনিক ডিজিটাল মার্কেটিং কৌশল, ব্র্যান্ডিং স্ট্র্যাটেজি এবং ইনোভেটিভ কনটেন্ট ডেভেলপমেন্টে নিজেদের দক্ষতা প্রদর্শন করবে।  

এ প্রতিযোগিতার লক্ষ্য তরুণদের মাঝে বাস্তবভিত্তিক ডিজিটাল মার্কেটিং জ্ঞানের বিকাশ ঘটানো এবং ভবিষ্যতের কর্পোরেট লিডারদের প্রস্তুত করা।

দ্য পেনিনসুলা হোটেটে চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে ২৫ সেপ্টেম্বর। যেখানে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর প্রতিনিধিত্বকারী দলগুলো মুখোমুখি হবে চূড়ান্ত প্রতিযোগিতায়।

‘ডিজিট্যাক্ট ২০২৫’ হবে চট্টগ্রামের ডিজিটাল মার্কেটিং শিক্ষার্থীদের জন্য একটি মাইলফলক অনুষ্ঠান, যা তরুণদের পেশাগত দক্ষতা বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে বলে আশা ইন্ডিপেন্ডেন্ট মার্কেটিং ক্লাবের।

পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।