ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

কলকাতায় বাস দুর্ঘটনায় নিহত ২ আহত ২০

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২

কলকাতা : দু’ বাসের রেষারেষির ফলে নিহত হলো ২ বাসযাত্রী। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ২৪ পরগনার বানতলায় দু’ বাসের রেষারেষিতে উল্টে যায় একটি যাত্রীবোঝাই বাস।



ঘটনাস্থলেই ২ জন নিহতসহ আহত হয়েছেন প্রায় ২০ জন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, বাসন্তি-কলকাতা রুটে বানতলার লেদার কমপ্লেক্সের কাছে সকাল সাড়ে ১০ দিকে ২১৩ রুটের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায়।

বাসটি ধামাখালি থেকে বৈশালীর দিকে যাচ্ছিল। বাসটিতে প্রায় ৫০ থেকে ৫৫ যাত্রী ছিল।

দুর্ঘটনার পরই স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ উদ্ধার কাজ শুরু করে।

বাসটি রাস্তার মধ্যে আড়াআড়িভাবে উল্টে যাওয়ায় ওই রাস্তায় যানজটের সৃষ্টি হয়। ঘটনার পরই বাসচালক ও খালাসি পালিয়ে যায়।

স্থানীয় জনগণের অভিযোগ, পেছন থেকে আসা একই রুটের একটি বাসের সঙ্গে রেষারেষির সময়ই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। এই দুর্ঘটনার কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাদেশ সময় : ১৮০৪ ঘণ্টা, মার্চ ২৯, ২০১২

আরডি
সম্পাদনা : কাজল কেয়া, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।