ছাত্র জনতার প্রবল আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতনের বর্ষপূর্তি পালন করেছে কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন।
মঙ্গলবার (৫ আগস্ট) নানা আয়োজনে এই 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালন করেছে বাংলাদেশ উপ-হাইকমিশন।
এ উপলক্ষে মিশন প্রাঙ্গণের বাংলাদেশ গ্যালারিতে কোরান পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। কোরান পাঠ করেন মিশনের ইমাম মহম্মদ আনসার।
এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় তথা বুয়েটের তড়িৎ ও ইলেক্ট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ এবং জুলাই ওমেন এর ওপর ভিত্তি করে দুইটি প্রামাণ্য চিত্র প্রদর্শিত হয়।
পরবর্তীতে রাষ্ট্রপতির পাঠানো বানী পাঠ করেন প্রথম সচিব (বাণিজ্যিক) সাবরিন চৌধুরী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বাণী পাঠ করে শোনান প্রধান সচিব (প্রেস) তারেক চয়ন।
এরপর জুলাইয়ের দিনগুলি নিয়ে শুরু হয় আলোচনা অনুষ্ঠান, তাতে অংশ নেন পশ্চিমবঙ্গের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত শিক্ষার্থীরা।
এর পর বিশেষ মোনাজাত। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান। সঙ্গীত পরিবেশন করেন পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীরা।
এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-হাইকমিশনের ভারপ্রাপ্ত উপ-হাইকমিশনার সিকদার মো. আশরাফুর রহমান, কাউন্সেলর (কনস্যুলার) এএসএম আলমাস হোসেন, উপ-হাইকমিশনের প্রথম সচিব (রাজনৈতিক) শেখ মারেফাত তারিকুল ইসলা, আয়েশা আক্তার ও অন্যান্য কাউন্সেলর তুষিতা চাকমা সহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা। উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমান, সোনালী ব্যাঙ্কের কর্মকর্তারাসহ কলকাতার বিশিষ্টজনেরা। দিনটি উপলক্ষে নৈশভোজের আয়োজন করা হয়।
ভিএস/আরএ