ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

উত্তাল বিধানসভা

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৬ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

কলকাতা : পশ্চিমবঙ্গের বিধানসভা উত্তাল হলো বিরোধীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বাক-বিতণ্ডায়।

শুক্রবার স্বাস্থ্য বিল নিয়ে বিধানসভায় আলোচনা করছিলেন সিপিএমের বিধায়ক আনিসুর রহমান।



তিনি বলেন, ‘মুখ্যমন্ত্রী যখন হাসপাতাল পরিদর্শনে যান তখন তার সঙ্গে প্রচুর লোক হাসপাতালে গেলে কাজের অসুবিধা হয়। এ ব্যাপরে সতর্ক থাকা প্রয়োজন মুখ্যমন্ত্রীর। ’

সেই সময় দীর্ঘদিন পর মুখ্যমন্ত্রী বিধানসভায় ঢোকেন।

এরপর মমতা ব্যনার্জি বলেন, বিল নিয়ে কথা বলতে তিনি চান না। তবে গোটা রাজ্য জুড়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সরকারের বিরুদ্ধে চক্রান্ত চলেছে।

এই নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। এতে বিরোধীরা মদত দিচ্ছেন। সরকারকে হেয়প্রতিপন্ন করার জন্যই এটা করা হচ্ছে।

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কয়েকটি টিভি চ্যানেল ঘোষণা দিয়েছিলেন, ‘মানুষ কোন কাগজ কিনে পড়বে, সেটা তো আমরা এখনও বলিনি। আগামী দিনে বলবো। কারণ বিষয়টা আমাদের বিরুদ্ধে একটা চক্রান্তের পর্যায়ে চলে যাচ্ছে। ’

এদিন সেই কথা মুখ্যমন্ত্রী পুনরাবৃত্তি করলে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র প্রতিবাদ করেন।

৫ মিনিট ধরে বিধানসভা উত্তাল হয়ে ওঠে। পরে স্পিকার অধিবেশন মুলতবি করে দেন।

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

আরডি
সম্পাদনা: কাজল কেয়া ও ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।