ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

মন্দির নির্মাণ নিয়ে সিপি্এম-তৃণমূল সংর্ঘষ

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

কলকাতা : পুরুলিয়া জেলার পারা থানার হেড়িয়া গ্রামে সরকারি জমিতে মন্দির নির্মাণকে কেন্দ্র করে শুক্রবার সিপিএম-তৃণমূলের মধ্যে সংঘর্ষ বাধে।

মন্দির নির্মাণ নিয়ে গ্রামবাসীদের একাংশের মধ্যে ক্ষোভ দেখা দেয়।

তাদের বক্তব্য ছিল ওই জমির পাশে শ্মশান রয়েছে তাই সেখানে মন্দির নির্মাণ করা উচিত নয়।

পঞ্চায়েতের অনুমতি নিয়ে তৃণমূল কংগ্রেস রাস্তার ওপরে বিতর্কিত জমিতে মন্দির নির্মাণের কাজ শুরু করে। এরপরে দু’দলের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের ১০জন কর্মী আহত হন।

আহতদের পুরুলিয়া দেবেন মাহাতো হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিপিএমের কয়েকজন কর্মীকে পুলিশ এই ঘটনায় গ্রেফতার করেছে।

 বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

আরডি
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।