ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

জমি দখল নিয়ে মমতার দ্বারস্থ পণ্ডিত অজয় চক্রবর্তী

কলকাতা ব্যুরো | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

কলকাতা : গানের স্কুলের জমি দখল নিয়ে সংগীত শিল্পী অজয় চক্রবর্তী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারস্থ হলেন।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় তিনি মুখ্যমন্ত্রীর বাড়িতে যান।

গানের স্কুল শ্রুতিনন্দনের পাশে একটি বিতর্কিত জমিতে প্রাচীর তুলতে যান প্রমোটার হেমন্ত চৌধুরী।

যাদবপুর পুলিশের হস্তক্ষেপে আদালতের বিচারাধীন জমিটিতে প্রাচীর তোলার কাজ বন্ধ হয়। পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে।

উল্লেখ্য, জমিটি বিতর্কিতই ছিল। ২০০১ সালে পণ্ডিত অজয় চক্রবর্তী তৎকালীন বামফ্রন্ট সরকারকে ১৬ লাখ রুপি দেন। ওই জমির মালিক ছিলেন অঞ্জলি চৌধুরী।

সরকার জনগণের প্রয়োজনে ওই জমিটি অধিগ্রহণ করেন। বর্তমানে জমির মালিকানা নিয়ে আদালতে মামলা চলছে।

বাংলাদেশ সময় : ১৫৫০ ঘণ্টা, মার্চ ৩০, ২০১২

আরডি
সম্পাদনা : ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।