আগরতলা (ত্রিপুরা) : বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়টি মুখ্যমন্ত্রী তুললেন দিল্লির পরিকল্পনা কমিশনের বৈঠকেও।
এ ব্যাপারে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী নিজেই।
বৈঠকের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, তিনি পরিকল্পনা কমিশনকে বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরা বিদ্যুতে উদ্বৃত্ত হতে যাচ্ছে। রাজ্যের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ যাতে বাংলাদেশের কাছে বিক্রি করা যায় তার জন্য উদ্যোগ নিতে। অবশ্য বাংলাদেশ সরকার এর আগেই ত্রিপুরার কাছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছিল। সে দেশে বিদ্যুতের সমস্যা রয়েছে।
মুখ্যমন্ত্রী জানান, তিনি আগেই বিদ্যুৎ কেনার বিষয়ে বাংলাদেশ সরকার যাতে সরাসরি ভারত সরকারের সাথে কথা বলে তা বলেছিলেন শেখ হাসিনাকে।
পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী বলেছেন, আগ্রতলা- ঢাকা- চট্টগ্রাম এই রুটে বিমান পরিসেবা যাতে শুরু করা যায় তার উদ্যোগ নেবার জন্য।
এই রুটে বিমান চালানোর দাবি ত্রিপুরাবাসীর আনেকদিনের।
মন্টেক সিং আলুওয়ালিয়া বাংলাদেশ সম্পর্কে রাজ্যের এই দুই দাবি সম্পর্কে সহমত পোষণ করেছেন বলে এদিন সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।
বাংলাদেশ সময়: ৩৩৩ ঘণ্টা, মার্চ ৩১,২০১২
তনময়
সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর