ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশের দাবি দিল্লির বৈঠকে

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, মার্চ ৩১, ২০১২

আগরতলা (ত্রিপুরা) :  বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নত করার বিষয়টি মুখ্যমন্ত্রী তুললেন দিল্লির পরিকল্পনা কমিশনের বৈঠকেও।
এ ব্যাপারে বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, মুখ্যমন্ত্রী নিজেই।

এদিন মহাকরণে তিনি এক সংবাদ সম্মেলন করেন। বুধবার তিনি দিল্লিতে পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যান মন্টেক সিং আলুওয়ালিয়ার সঙ্গে বৈঠক করেন। ওই সময় সাথে ছিলেন রাজ্যের অর্থমন্ত্রী বাদল চৌধুরী।

বৈঠকের কথা তুলে ধরে মুখ্যমন্ত্রী জানান, তিনি পরিকল্পনা কমিশনকে বলেছেন আগামী কয়েক মাসের মধ্যে ত্রিপুরা বিদ্যুতে উদ্বৃত্ত হতে যাচ্ছে। রাজ্যের প্রয়োজনের অতিরিক্ত বিদ্যুৎ যাতে বাংলাদেশের কাছে বিক্রি করা যায় তার জন্য উদ্যোগ নিতে। অবশ্য বাংলাদেশ সরকার এর আগেই ত্রিপুরার কাছে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ চেয়েছিল। সে দেশে বিদ্যুতের সমস্যা রয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, তিনি আগেই বিদ্যুৎ কেনার বিষয়ে বাংলাদেশ সরকার যাতে সরাসরি ভারত সরকারের সাথে কথা বলে তা বলেছিলেন শেখ হাসিনাকে।

পরিকল্পনা কমিশনের ভাইস চেয়ারম্যানকে মুখ্যমন্ত্রী বলেছেন, আগ্রতলা- ঢাকা- চট্টগ্রাম এই রুটে বিমান পরিসেবা যাতে শুরু করা যায় তার উদ্যোগ নেবার জন্য।

এই রুটে বিমান চালানোর দাবি ত্রিপুরাবাসীর আনেকদিনের।

মন্টেক সিং আলুওয়ালিয়া বাংলাদেশ সম্পর্কে রাজ্যের এই দুই দাবি সম্পর্কে সহমত পোষণ করেছেন বলে এদিন সাংবাদিকদের জানান মুখ্যমন্ত্রী।
 
বাংলাদেশ সময়: ৩৩৩ ঘণ্টা, মার্চ ৩১,২০১২

তনময়

সম্পাদনা: নজরুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।