ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় ছাড়া হলো শিক্ষক নিয়োগ পত্র

আগরতলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৩২ ঘণ্টা, এপ্রিল ১, ২০১২

আগরতলা: ত্রিপুরায় এক হাজার পদে শিক্ষক নিয়োগের জন্য শুক্র ও শনিবার নিয়োগ পত্র ছাড়া শুরু করে কর্তৃপক্ষ।

শনিবার এ খবর জানিয়েছেন ত্রিপুরা রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের সচিব প্রদীপ আচার্য্য।

তিনি জানান, বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই নিয়োগপত্র চলে গেছে চাকরি প্রার্থীদের হাতে। কিছু দিনের মধ্যেই তাদেরকে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দিতে হবে।

শুধুমাত্র বিজ্ঞান শিক্ষকের পদের জন্যই এই এক হাজার নিয়োগ পত্র ছাড়া হয়েছে বলে জানান তিনি।

এই এক হাজার বিজ্ঞান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল প্রায় দেড় বছর আগে। কিন্তু বিভিন্ন কারণে তা আটকে যায়।
২০১০ সালের মার্চ মাসে ত্রিপুরায় শেষবারের মতো স্নাতক শিক্ষক নিয়োগ করা হয়েছিল। কলা, বাণিজ্য এবং বিজ্ঞান বিভাগ মিলিয়ে চার হাজার সাতশো শিক্ষক নিয়োগ করা হয়েছিল সেবার। তার মধ্যে বিজ্ঞান শিক্ষকের সংখ্যা ছিল সব চেয়ে বেশি। তবে এরপরও দপ্তর থেকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায় ত্রিপুরায় বিজ্ঞান শিক্ষকের ঘাটতি রয়েছে।

এই পরিপ্রেক্ষিতে ২০১০ সালে রাজ্য সরকার আরও এক হাজার বিজ্ঞান শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছিলো। সে অনুযায়ী ২০১১ সালে চাকরি প্রার্থীদের সাক্ষাতকার নেওয়া হয়।

এ প্রসঙ্গে রাজ্যের বিদ্যালয় শিক্ষা মন্ত্রী জানান, ‘আমরা অনেক আগেই সিদ্ধান্ত নিলেও অর্থ সঙ্কটের কারণে শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছিলো না। ’

এদিকে রাজ্য সরকারের এ সিদ্ধান্তে খুশি রাজ্যের বিজ্ঞান স্নাতক বেকার যুবকরা।

বাংলাদেশ সময়:০৭১৯ ঘণ্টা, এপ্রিল ০১, ২০১২

সম্পাদনায়:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।