ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

ত্রিপুরায় অভিযানে ৭৫ হাজার গাঁজা গাছ ধ্বংস  

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:০৫, জানুয়ারি ৬, ২০২৩
ত্রিপুরায় অভিযানে ৭৫ হাজার গাঁজা গাছ ধ্বংস  

আগরতলা (ত্রিপুরা): ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় থানার বন দফতর ও আধা সামরিক বাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করেছে।

বিশালগড় থানার অন্তর্গত আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন চেলিখলা এবং গজারিয়া এলাকায় ঘন জঙ্গলের মধ্যে কুড়িটি জায়গায় অভিযান চালানো হয়।

 

দিনভর অভিযান চালিয়ে সব মিলিয়ে প্রায় ৭৫ হাজার গাঁজা গাছ কেটে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে জানান বিশালগড় থানার ইন্সপেক্টর সুমনউল্লা কাজী।  

তিনি আরও বলেন গাঁজা বাগানগুলো বন দফতরের খাস জমিতে গড়ে উঠেছে, তাই কারো বিরুদ্ধে মামলা নথিভুক্ত করা সম্ভব হয়নি। তবে আগামী দিনেও এ ধরনের অভিযান জারি থাকবে।

বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৩ 
এসসিএন/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।