ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ, আদানির নামে কলকাতায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ, আদানির নামে কলকাতায় মামলা

কলকাতা: বাংলাদেশে আদানি গোষ্ঠীর বিদ্যুৎ সরবরাহের কাজকর্ম নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে। মামলাকারী, পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন ও মুর্শিদাবাদ জেলার ৩০ ফল চাষি।

আগামী ৭ ফেব্রুয়ারি মামলাটির শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে। ।

মূলত, ভারতের ঝাড়খণ্ড রাজ্যের গোড্ডা জেলায় আদানি গোষ্ঠীর তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের উপর দিয়ে হাইটেনশন তার নিয়ে যাওয়া হচ্ছে বাংলাদেশে। ভারত থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর জন্য ঝাড়খণ্ডে ১ হাজার ৬০০ মেগাওয়াটের একটি বিদ্যুৎ প্রকল্প বানিয়েছে আদানিরা।

মুর্শিদাবাদের যে অঞ্চলের উপর দিয়ে এ হাইটেনশন তার নিয়ে যাওয়া হচ্ছে সেখানে আম ও লিচুর বাগান থাকায় প্রবল আপত্তি তুলেছেন পশ্চিমবঙ্গের কৃষকরা। সম্প্রতি এ নিয়ে কৃষকদের সাথে পুলিশের একাধিকবার বাদানুবাদ এমনকি খণ্ডযুদ্ধ হয়েছিল।

কৃষকদের বক্তব্য, মুর্শিদাবাদের ফারাক্কা থানায় বেলিয়া গ্রামের বেশিরভাগ চাষি আম ও লিচু চাষের উপর নির্ভরশীল। এলাকায় যেদিকে খালি জমি পড়ে রয়েছে সেদিক দিয়ে হাইটেনশন তার গেলে তাতে তাদের কোনো আপত্তি নেই। বাগানের উপর দিয়ে তার গেলে ফসলের ক্ষতি হবে। কিন্তু, প্রশাসনকে জানিয়ে লাভ হয়নি। উল্টে পুলিশের বচসা বেধেছে।

সেসব চাষিদের পাশে এসে দাঁড়িয়েছে এপিডিআর নামে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংগঠন। মমতার প্রশাসন কর্পোরেটদের জমি লুটের সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ তাদের। প্রশাসনকে বলে, কোনো কাজ না হওয়ায় এবার তারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। এখন দেখার আদালত এই মামলার কি নির্দেশ দেয়?

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই বিতর্কে রয়েছেন শিল্পপতি গৌতম আদানি ও তার সংস্থা। আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা গত ২৩ জানুয়ারি, এক প্রতিবেদনে দাবি করে যে আদানি গোষ্ঠী কয়েক দশক ধরে শেয়ার ম্যানুপুলেশন ও অ্যাকাউন্ট জালিয়াতি করেছে। ওই প্রতিবেদনে প্রকাশিত হওয়ার পরই আদানি গোষ্ঠীর শেয়ারের দর কমতে শুরু করে। ফলে আদানির মোট সম্পত্তির উপর প্রভাবও পড়েছে। যদিও আদানি প্রকাশ্যে তার জবাব দিয়েছিল। তা সত্ত্বেও বিশ্বের প্রথম ১০ ধনীর তালিকায় তার নাম নেই। ব্লুমবার্গ বিলিয়ানেয়ার সূচক অনুযায়ী আদানি এখন ১১ নম্বরে ধোনির তালিকায় এসে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, ০১ ফেব্রুয়ারি, ২০২৩
ভিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।