আগরতলা (ত্রিপুরা) : মধ্যপ্রাচ্যে কাজের জন্য গিয়ে নিখোঁজ রাজ্যের এক যুবক। তার স্ত্রী প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছেন স্বামীকে ফিরে পাবার জন্য।
ত্রিপুরার কমলপুরের বাসিন্দা আব্দুল বসির ২০০৭ সালে কাজের খোঁজে সৌদি আরবে যান।
সেখানে একটা কাজও জুটে যায় তার। নিয়মিত বাড়ির সঙ্গে ছিল যোগাযোগও। টাকাও পাঠাতেন বাড়িতে। কারণ, বাড়িতে তিনি একাই উপার্জনকারী।
তার স্ত্রী বুলবুল বেগম জানিয়েছেন, গত এক বছর ধরে স্বামীর কোনো খোঁজ নেই। বাড়িতে ফোনও করেন না। তিনি বহুভাবে চেষ্টা করেছেন স্বামীর খোঁজ পাবার জন্য। কিন্তু কোনো কাজ হয়নি তাতে। প্রতিবারই নিরাশ হতে হয়েছে বুলবুল বেগমকে।
শেষ পর্যন্ত বুলবুল বেগম বুধবার চিঠি পাঠিয়েছেন দেশের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে। সে চিঠির একটি প্রতিলিপিও পাঠিয়েছেন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণার কাছে।
চিঠিতে বুলবুল বেগম লিখেছেন, ভারত সরকার যাতে উদ্যোগ নিয়ে তার স্বামীকে খোঁজার চেষ্টা করেন। কারণ, স্বামী ছাড়া তাদের পরিবার রয়েছে প্রচণ্ড অভাব-অনটনের মধ্যে। তার এক ছেলের পড়াশোনাও বন্ধ হয়ে গেছে। ঘরে বৃদ্ধ মা-বাবা রয়েছেন তার ছেলের খবরের প্রতীক্ষায়।
বাংলাদেশ সময় : ১৮০৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১২
তন্ময় চক্রবর্তী
সম্পাদনা : অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর