ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

দিল্লি, কলকাতা, আগরতলা

দীপু মনি রোববার কোলকাতা যাচ্ছেন

রক্তিম দাশ ও আনোয়ারুল করিম রাজু | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
দীপু মনি রোববার কোলকাতা যাচ্ছেন

কোলকাতা : পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি রোববার ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কোলকাতা যাচ্ছেন। মাদার তেরেসা পদক নিতে তার এ সফর।



পদক কমিটির সভাপতি রেফারেন্ড অরুণ বিশ্বাস শুক্রবার বিকেলে বাংলানিউজকে এ তথ্য জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা শুক্রবার পররষ্ট্রমন্ত্রীর সফরে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সরকারের পৃষ্টপোষকতার বাইরে পদক কমিটি ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশের বাঙালিদের এ পদক দিয়ে থাকে। কোলকাতার হোটেল হিন্দুস্থানে রোববার সন্ধ্যায় পদক বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, দীপু মনি রোববার বিকেলে কোলকাতা যাবেন। এক রাত যাপন করে পরেরদিন দুপুরের মধ্যেই তিনি ঢাকা ফিরে আসবেন।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১২
একেআর/সম্পাদনা : আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।