কলকাতা : মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে একের পর এক অশালীন মন্তব্য করা সিপিএমের সাবেক সাংসদ অনিল বসুর স্ত্রী সবিতা বসু এবার দলটির রাজ্য সম্পাদক বিমান বসুর বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা দিলেন।
সম্প্রতি দুর্নীতি এবং স্বজনপ্রীতির অভিযোগে অনিল বসুকে দল থেকে তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়।
সাসপেন্ড হওয়ার পর প্রথমবারের জন্য শুক্রবার সকালে হুগলীর চুঁচুড়ায় সস্ত্রীক সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন অনিল বসু। সেই বৈঠকেই দল থেকে তাকে সাসপেন্ডের বিষয় ক্ষোভ উগড়ে দেন অনিল বসু এবং তার স্ত্রী সবিতা বসু।
সবিতা বসু বলেন, অন্যায় না করেও অসম্মানিত হয়েছি৷ বিমানবাবুর সঙ্গে বারংবার যোগাযোগ করতে চেয়েও কোনও উত্তর পাইনি ।
তিনি জানান, তার স্বামী মানহানির মামলা না করলেও তিনি মানহানির মামলা করবেন বিমান বসুর বিরুদ্ধে৷ তবে এজন্যে তাকে খুনও করা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি৷
এ বিষয় তার ইঙ্গিত কার দিকে? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি জানান, যারা কুৎসা করছে তারাই তাকে খুন করতে পারে।
সবিতা বলেন, সিপিএম-এর অবস্থা তলানিতে এসে ঠেকেছে৷ মানুষের ভাল করতে হলে পার্টিতে না থেকেও করা যায়৷ আমি সেই পরামর্শই ওনাকে দিয়েছি।
বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, মে ০৪, ২০১২
আরডি/
সম্পাদনা : আহ্সান কবীর, আউটপুট এডিটর
ahsan@banglanews24.com